২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সেলিম তালুকদার।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩১ জুলাই রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিএনটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করতেন।
৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকালে সেলিমের স্ত্রী সুমী আক্তার এক ফেসবুক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, “সবাই বিজয়ের উল্লাস করছে, আর আমরা আমাদের প্রিয় মানুষগুলো হারানোর শোকে ভুগছি। এমন স্বাধীনতা দিয়ে আমরা কি করবো, যেখানে আমাদের প্রিয়জনদের সাথে স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? এমন স্বাধীনতা আমরা চাইনি, যেখানে আমাদের কাছের মানুষগুলো থাকবে না। তাদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমরা চাইনি। এটা আমাদের জন্য শ্বাসরুদ্ধকর কষ্ট।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

