জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভৈরবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।
বক্তব্যে তিনি বলেন, “আমরা আশা করি আজ বিকেলে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের তারিখ ঘোষণা করে তার সম্মান রক্ষা করবেন। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো দেশের ওপর চেপে বসে ছিল। এ সময় আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছি। পুলিশের ভয়ে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জেল-জুলুম, নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছি।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়া হয়েছে। এ দেশে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আজ সব দল একমত।”
একুশে সংবাদ/কি.প্র/এ.জে