পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধে করণীয়” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
অধ্যক্ষ জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, জামাতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির, মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান এবং আঙ্গারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাফ।
এছাড়া উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/প.প্র/এ.জে