নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযানে সুভাষ রোজারিওর বাড়ি থেকে গাছটি জব্দ করা হয়।
সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বাহিমালি এলাকায় অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। অভিযুক্ত সুভাষ রোজারিও বর্তমানে পলাতক রয়েছেন। তবে তার বাড়িতে গাঁজার গাছ পাওয়া যাওয়ায় তদন্তের স্বার্থে তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রোজারিও (পিতা: মৃত আব্রাহাম রোজারিও) দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে সুভাষকে না পেয়ে তার স্ত্রীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে