নেত্রকোনার কেন্দুয়ায় কোদালের আঘাতে ইদু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার মাসকা ইউনিয়নের কৃত্তনখোলা গ্রামে। নিহত ইদু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ইদু মিয়া পার্শ্ববর্তী তালের পাড় হাওরে নিজ জমিতে কাজ করতে যান। এ সময় একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩২) এর সঙ্গে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তার হাতে থাকা কোদাল দিয়ে ইদু মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “শুনেছি ঢাকায় ইদু মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এ ঘটনায় জাহাঙ্গীর নামের এক যুবককে রবিবার সকালে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে