“দুনিয়ার মজদুর এক হও”—এই ঐতিহাসিক আহ্বানকে সামনে রেখে এবং ‘গণঅভ্যুত্থান ’২৪’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে “বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ” গঠনের দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।
শনিবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমরেড খোরশেদ আলম।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড ডা. এস.এম. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী ও কমরেড জাহাঙ্গীর আলম প্রমুখ।
ডা. এস.এম. ফজলুর রহমান বলেন, “দেশ আজ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করে, ধনিকতন্ত্রের পৃষ্ঠপোষকতায় একটি অবৈধ ও দুঃশাসনের সরকার দেশ চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ গণঅভ্যুত্থান।”
তিনি আরও বলেন, “বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে লড়াই-সংগ্রাম চলছে, চলবে।”
পথসভায় স্থানীয় সিপিবি নেতৃবৃন্দ, শ্রমজীবী ও কৃষক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, বেকারত্ব, রাজনৈতিক দমন-পীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পথসভা শেষে একটি গণসংযোগ মিছিল বের করা হয়, যা বাজার এলাকা প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে