বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিক দলের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হাওলাদারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার বামরাইল ইউনিয়নের শানুহার মেছের উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন খান।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়া আমীন রাঢ়ী, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জামাল বেপারী এবং বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন হাওলাদার।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়া আমীন রাঢ়ী।
শোকসভা শেষে প্রয়াত নেতা শাহাদাত হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক অবদান ও স্মৃতিচারণ করে বলেন, শ্রমিক রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে