মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর আদর্শ কলেজে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় সংরক্ষণ না করার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। কলেজ বন্ধ থাকাকালে পতাকা ভাঁজ না করে অবহেলায় ফেলে রাখার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, কলেজ ভবনের কলাপসিবল গেট বন্ধ এবং ভেতরে কেউ নেই। মূল ভবনের সিঁড়ির নিচে পড়ে থাকা অবস্থায় দেখা যায় জাতীয় পতাকাটি, যা ছিল ভাঁজবিহীন, ময়লা ও অবিন্যস্ত। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ জানান অনেকেই।
জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম অনুযায়ী, প্রতিদিন সূর্যোদয়ে উত্তোলন ও সূর্যাস্তের পূর্বে নামানো বাধ্যতামূলক। পতাকা কখনো ভূমিতে স্পর্শ করানো, নিচু করে রাখা বা কোনো কিছুর আচ্ছাদন হিসেবে ব্যবহার করা যাবে না। এমনকি পুরোনো পতাকাও সঠিকভাবে সংরক্ষণ বা সম্মানজনকভাবে সরাতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম বলেন, জাতীয় পতাকা যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। সিঁড়ির নিচে পাওয়া গেছে যে পতাকাটি, তা পুরনো ও ব্যবহারের অযোগ্য। তবে সেটিও সরিয়ে ফেলা হবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলী আশরাফ বলেন, জাতীয় পতাকার বিষয়ে কারো গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন বলেন, “আমি বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, জাতীয় পতাকা পুরনো হলেও এমনভাবে ফেলে রাখার সুযোগ নেই। আমি অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করছি।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে