আগামী ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে ফটিকছড়িতে আয়োজিত কর্মসূচিকে সফল করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য নাজিম উদ্দিন শাহীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য-সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্ষীয়ান রাজনীতিক সরওয়ার আলমগীর।
বক্তারা বলেন, “২০০১ সালের ১৫ জুলাই চট্টগ্রামে যে গণবিপ্লব ঘটেছিল, তা ছিল দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত প্রতিরোধের প্রতিফলন। আজ সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ‘জুলাই বিপ্লব’ শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক।”
৫ আগস্টের কর্মসূচিকে ঘিরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, সভা-সমাবেশসহ ব্যাপক প্রস্তুতির আহ্বান জানান নেতারা।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন—ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য বদিউল আলম তালুকদার, হাফেজ জয়নাল আবেদীন, বজল আহমেদ, তাহের সিদ্দিকী, নূরুল ইসলাম মেম্বার, আবু কালাম আজাদ, মহিউদ্দিন আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, নাজিম উদ্দিন বাচ্চু, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ, শাহারিয়ার চৌধুরী, আহমদ ছাফা, মো. এনাম, আবু কালাম, ইলিয়াস চৌধুরী, আবুল বাশার মাস্টার, সাহাজান মেম্বার, জাহেদ মেম্বার, এমদাদ, এস এম আবু মুনসুর, জালাল চৌধুরী, লিটন, মিল্টন, রশিদ চৌধুরী, মামুন সরোয়ার, দৌলত মিয়া, আজগর সালেহী, জসিম উদ্দিন নান্নু, আবু সালেহ, দিদার, বিপ্লব ভাণ্ডারী, ফরহাদ, ফারুক, আজিজ, নজরুল, এমদাদ, রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, ইব্রাহিম, আবছার, বেলাল, শেখ সুমন, মহিন উদ্দিন, আবু বকর চৌধুরী, বখতিয়ার, ইমরান প্রমুখ।
সভা শেষে ‘জুলাই বিপ্লব দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ৫ আগস্টের কর্মসূচি সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে