মুকসুদপুরের গোবিন্দপুরে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ আগস্ট) বিকালে ফুলারপাড়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোবিন্দপুরের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিঠু লস্কারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা মাহবুব, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার ফকির, ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুল শেখ, তুহিন শেখ, যুবদলের সাধারণ সম্পাদক নয়ন, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ ফকিরসহ অনেকে।
সভায় বক্তারা সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে