AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ



রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিকূল এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে অভিনব এক পদ্ধতিতে তারা রাস্তায় ধানের চারা রোপণ করেছেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন শেষে রাস্তায় ধানের চারা রোপণ করেন এলাকাবাসী।

প্রতিবাদকারীরা জানান, তারাকান্দির রকিবুল কর্নেলের বাড়ি হতে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি গত ৪০ বছর ধরে কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই তা হাঁটুসমান কাঁদায় পরিণত হয়।

বছরের বেশিরভাগ সময় রাস্তার অবস্থা কর্দমাক্ত থাকে। ফলে বিকল্প কোনো পথ না থাকায় প্রায় দুই হাজার পরিবারের অন্তত দশ হাজার মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ মিছিলের অংশ হিসেবে স্থানীয়রা রাস্তায় ধানের চারা রোপণ করেন, যা বাস্তব পরিস্থিতির একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়।

এ সময় বক্তারা বলেন, “এই রাস্তা সংস্কার না করায় আমরা বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছি। যানবাহন তো চলেই না, অনেক সময় পায়ে হেঁটেও পার হওয়া যায় না। আমরা চাই, আগামী বর্ষার আগেই এই রাস্তাটি পাকা করা হোক।”

এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জোর দাবি জানান।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!