সুনামগঞ্জ-১ (২২৪) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের জনসভায় যোগ দিতে মধ্যনগর থেকে নেতাকর্মীরা মিছিল ও অটোরিকশার বহর নিয়ে ধর্মপাশা উপজেলার দিকে রওনা হয়েছেন।
তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জেলা কৃষকদলের আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ, পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন।
এ ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুঁইয়া।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব। এজন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে।”
এই জনসভাকে সফল করতে মধ্যনগর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন—মধ্যনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিউর রহমান চৌধুরী, কৃষকদল নেতা বিদ্দা মিয়া, এমদাদুল হক বাবু, মিছিল মিয়া, এবং সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছান্দু মিয়া প্রমুখ।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে