AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা



কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এবং সঞ্চালনা করেন শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম.এ. ওয়াহিদ রুলু ও শিক্ষক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

বক্তারা বলেন, “শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাঁকে সকলের প্রিয় করে তুলেছিল।”

বিদায়ী বক্তব্যে মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, “আমার মনে হয় না কোনো শিক্ষা অফিসার এত সম্মান ও ভালোবাসা পেয়েছেন। কমলগঞ্জ উপজেলার মানুষ অত্যন্ত আন্তরিক। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি একটি স্বাভাবিক বিষয়। আমি আমার কর্মজীবনে এখানকার সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে অনেক সহযোগিতা পেয়েছি। নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে স্যার যেসব উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি যেমন একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, তেমনি সৎ, আদর্শ ও ধর্মপ্রাণ ব্যক্তি।”

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!