AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার রুমে থাকলেও বাইরে থেকে ওষুধ লিখছেন সহকারী



সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার রুমে থাকলেও বাইরে থেকে ওষুধ লিখছেন সহকারী

সাতক্ষীরা সদর হাসপাতাল যেন অনিয়মের আখড়াখানা। ডাক্তারের পরিবর্তে রোগী দেখছেন ডাক্তারের সহকারী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের ৬ নং কক্ষে মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজুর রহমানের চেম্বারের সামনে রোগীদের দীর্ঘ লম্বা লাইন দেখা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, ডাক্তারের রুমে কিছু রোগী প্রবেশ করলেও বাইরে থেকে অপু নামে একজন সরকারি রোগীদের প্রেসক্রিপশন নিয়ে সেখানে ওষুধ লিখছেন।

দূর থেকে কয়েকজন রোগীর কাছে জানতে চাওয়া হলে তারা জানান, “ডাক্তারের রুমে প্রবেশ না করেই বাইরে থেকে একজন আমাদের ওষুধ লিখে দিচ্ছে এবং সেই প্রেসক্রিপশন নিয়ে আমরা ওষুধ কেনার প্রস্তুতি নিচ্ছি।”

সাতক্ষীরা সদরের ভোমরা থেকে আসা ফাতেমা বেগম বলেন, “এত কষ্ট করে ডাক্তার দেখাতে আসলাম, কিন্তু বাইরে থেকে একজন লোক আমাকে ওষুধ লিখে দিলো।”

এই বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান বলেন, “রোগীরা লাইনে দাঁড়াতে চায় না, তাই বাইরে থেকে কম্পাউন্ডারা ওষুধ লিখে দেয়। প্রেসক্রিপশনে আমাদের সই থাকে।”

ঘটনাস্থলে থাকা অবস্থায় সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসার ডা. মোঃ আঃ সালামকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি আমাকে কেন বলছেন? ডাক্তারকে গিয়ে শোনেন, উনি সাহেবের লোক।”

এই ঘটনায় সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা দুঃখ প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/সা.প্র/এ.জে

Link copied!