রাজশাহীর তানোর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, আল মাদ্রাসাতুল ইসলাহিয়ার সুপার মোকসেদ আলী, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী, মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম মিঞা, মুন্ডুমালা কামিল মাদ্রাসার সুপার আমির উদ্দিন এবং ছাঐড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও বহু প্রধান এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও লিয়াকত সালমান প্রধান শিক্ষকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুঃখজনক হলেও সত্য যে, তানোরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস নিশ্চিত করতে পারেনি। তাই ভবিষ্যতে কীভাবে ফলাফল উন্নত করা যায়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যেন স্মার্টফোন নিয়ে না আসে, সে বিষয়ে প্রধান শিক্ষকদের সজাগ থাকতে হবে। আমি আপনাদের শিক্ষাপরিবারকে সঙ্গে নিয়ে শিক্ষার মান উন্নয়ন, ভবন সংস্কার এবং অন্যান্য সমস্যার সমাধানে কাজ করতে চাই।”
সভায় ইউএনও আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তানোর উপজেলাকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে