মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ির সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজে অনিয়মের বিষয়টি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমিদার বাড়ির বিভিন্ন সংস্কার কাজে ৬১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইএস কনস্ট্রাকশন’ প্রয়োজনীয় সংস্কার না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে এবং কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো কাজ পরিচালনা করছে। এতে ঐতিহাসিক এ স্থাপনার গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন ও বালিয়াটি জমিদার বাড়ির দায়িত্বে থাকা সহকারী কাস্টডিয়ান নিয়াজ মাখদুম জানান, সংস্কারকাজে অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদার প্রতিষ্ঠানকে পুনরায় যথাযথভাবে কাজ সম্পন্ন করতে বলা হবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, “সংস্কার কাজে অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ২০০ বছরের পুরনো বালিয়াটি জমিদার বাড়ি দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা। এই স্থাপনার সংস্কারকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে