AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের বিক্ষোভ



মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

নওগাঁর মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে তীব্র বিরোধ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটিতে ছাত্রলীগের পরিচিত নেতাদের অন্তর্ভুক্তি এবং ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের নেতাকর্মীদের বঞ্চনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশের ছাত্রদল নেতাকর্মীরা। তারা এই কমিটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটিতে ছাত্রলীগের একাধিক সক্রিয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ছাত্রদলের আদর্শ, গঠনতন্ত্র ও রাজনীতির পরিপন্থী। একই সঙ্গে রাজপথের পরীক্ষিত, নির্যাতিত এবং হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।”

বিক্ষোভে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহসভাপতি রিমন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত-ই সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও রকি বাবু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, সদস্য মো. শুভ, হৃদয় হাসান, ফজলে রাব্বি ও আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অবিলম্বে এই কমিটি বাতিল না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ আহম্মেদ পায়েল বলেন, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসে যে সকল নেতাকর্মীকে যোগ্য মনে করেছেন, কেবল তাদেরকেই কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।”

তবে আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, এই কমিটি গঠনে যোগ্যতার চেয়ে প্রভাব, পরিচিতি এবং সুযোগসন্ধানীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে প্রকৃত ছাত্রদল নেতারা চরমভাবে অবমূল্যায়নের শিকার হয়েছেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!