দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাটে ইজারা আদায়কে কেন্দ্র করে যুবদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এনসিপি`র পার্বতীপুর প্রতিনিধি তরিকুল ইসলাম ও জোবায়দুর রহমান আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চলতি অর্থবছরে আনিসুর রহমান ও তার শেয়ার সহযোগীরা প্রায় ১১ কোটি ৫৬ লাখ টাকায় হাটটির ইজারা গ্রহণ করেন। সোমবার (২৮ জুলাই) ইজারাদার পক্ষের তরিকুল ইসলামসহ কয়েকজন হাটের রক্ষণাবেক্ষণের কাজে গেলে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আবেদের নেতৃত্বে কাকন, ফেরদৌস, শাহাদৎ, নুরুজ্জামান ও বেলালসহ কয়েকজন তাদের বাধা দেন।
তারা অভিযোগ করেন, হাটে চাঁদার নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এবং তারা ইজারার বৈধ কাগজপত্র দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আরিফুর রহমান জানান, ইজারার মালিকানা নিয়ে নয়, মূলত চাঁদা আদায় ও কাগজপত্র সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে