সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম এ.কে.এম সিরাজুল হক (সিরু) মিয়ার সহধর্মিণী এবং সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডলের মা কামরুন্নাহার (ডলি)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ জুলাই ) ভোররাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
এ বিষয়ে মরহুমার ছেলে এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল জানান, “সোমবার ভোররাতে মা ঘুম থেকে উঠে নামাজের অজু করতে বাথরুমে যান। সেখানে হঠাৎ পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। আমরা বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিই। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমার বাড়িতে ছুটে আসেন।
মৃত্যুকালে তিনি ছেলে, নাতি-নাতনি, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) আসরবাদ কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে কামরুন্নাহার (ডলি) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাঁশার।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে