AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, রক্তাক্ত জখম—থানায় অভিযোগ



মধ্যনগরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, রক্তাক্ত জখম—থানায় অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের রংচি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন মোঃ কামাল হোসেন (৩৫)।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশের জলাশয়ে ‘ঝালি’ দিয়ে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, একই গ্রামের মোঃ রুবেল মিয়া ও তার সহযোগীরা ওই জলাশয়ে সরকার নিষিদ্ধ ঘোষিত ‍‍`চায়না দুয়ারি‍‍` জাল ব্যবহার করে মাছ ধরছিল। এ সময় বাঁধ তৈরি করে মাছ শিকারে বাধা দিলে কামাল হোসেন তা না মেনে নিজের পদ্ধতিতে মাছ ধরতে থাকেন।

পরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের মোঃ রুবেল মিয়া (পিতা: আবুজ মিয়া), মোঃ সাদ্দাম মিয়া (পিতা: মৃত আঃ রাজ্জাক), মোঃ জুয়েল মিয়া (ভাই), মোঃ আবুল মিয়া (পিতা: মোঃ আক্রম আলী), মোঃ হানিফ মিয়া (পিতা: আবুজ মিয়া), মোঃ ইব্রাহিম মিয়া (পিতা: মাসুদ মিয়া) ও আরও কয়েকজন একত্র হয়ে অতর্কিতে হামলা চালায়। তারা কামাল হোসেনকে বেধড়ক মারধর করে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় কামাল হোসেনকে পাশের উপজেলা ধর্মপাশা হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সোমবার জখম কামালের পিতা মোঃ আবুল কালাম মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!