রাঙামাটির বাঘাইহাট অঞ্চলের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে এখন পর্যন্ত একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সেনা সদর দপ্তরের গণসংযোগ শাখা— আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)—এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের পাহাড়ি এলাকায় ইউপিডিএফ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযানের সময় গোলাগুলির পর সেনাসদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানানো হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে