AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় মাসুমা বেগমের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি



ভোলায় মাসুমা বেগমের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কবর জিয়ারত করেন এবং মাসুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা মাসুমার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পাশাপাশি স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিমান বাহিনীর পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এই সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশে নিহত মাসুমার পরিবারের খোঁজখবর নেন।

এ সময় বিমান বাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, “আমরা সবার জন্য সমব্যথী। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খুশির খবর হলো—অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা আমরা করবো। এ ব্যাপারে আমরা যথেষ্ট ইতিবাচক এবং তাদের পাশে আছি।”

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারাত্মক দগ্ধ হন অফিস সহকারী মাসুমা বেগম (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। রোববার ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় এবং সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!