ময়মনসিংহের তারাকান্দায় ‘জুলাই পুনর্জাগরণ’ উদযাপন উপলক্ষে সোমবার (২৮ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন এবং রিকশা, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।
এদিন স্কুল রোড এলাকায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং গালাগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে রিকশা, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয় উপকারভোগী পরিবারের মাঝে।
পরে জেলা প্রশাসক মুফিদুল আলম কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে