আজ (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রতীকি ক্লাস অনুষ্ঠিত হয়।
নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার প্রায় নয় বছর পেরিয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ভাড়া করা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, খেলার মাঠসহ কোনো স্থায়ী সুবিধা নেই।
শিক্ষা মন্ত্রণালয় ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেও একনেকে তা অনুমোদিত হয়নি। দ্রুত অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের দাবিতে তারা জোর দেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে ২২৫ একর জমি বরাদ্দ পেয়ে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বর্তমানে এখানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় ১২শ’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি ভবনে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সকল প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, তবে এখনো অনুমোদন হয়নি।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

