রাজশাহীর তানোর পৌসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১০ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা চত্বরে এই ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা সরদার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন, পৌর হিসাবরক্ষক আব্দুস সবুর, কার্যসহকারী মাহবুর রহমান এবং কর আদায়কারী বিমলসহ অন্যান্যরা।
কার্যসহকারী মাহবুর রহমান জানান, এডিবি শিক্ষা ফান্ডের আওতায় এই ছাতা বিতরণ করা হয়েছে। পৌর এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়, তার মধ্যে রয়েছে—কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, আকচা উচ্চ বিদ্যালয়, জিওল দাখিল মাদ্রাসা, পৌরসভা উচ্চ বিদ্যালয়, পৌরসভা দাখিল মাদ্রাসা, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইসলাহিয়া মাদ্রাসা, অর্কিড স্কুল অ্যান্ড কলেজ, চাপড়া উচ্চ বিদ্যালয়, গোকুল মুথরা দাখিল মাদ্রাসা, তালন্দ এএম উচ্চ বিদ্যালয় এবং তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে