তারুণ্যের ভাবনায় গণঅভ্যুত্থানের স্মরণে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে কুড়িগ্রামে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন ফারাজীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “দেশপ্রেম কেবল কথায় নয়, তা কাজে প্রমাণ করতে হয়। আমাদের প্রত্যেককে নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হতে হবে—এটাই প্রকৃত দেশপ্রেম।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে