AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া ব্যাগে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার!



মান্দায় মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া ব্যাগে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার!

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে স্থানীয়দের তৎপরতায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে পাঁজরভাঙ্গা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল থেকে একটি নীল রঙের ব্যাগ ছিঁড়ে পড়ে গেলে চালক দ্রুত স্থান ত্যাগ করেন। এতে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে রয়েছে ফেনসিডিলের বোতল। গণনা করে দেখা যায়, ব্যাগটিতে মোট ৭০ বোতল ফেনসিডিল রয়েছে। খবর ছড়িয়ে পড়লে বাজারজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পাঁজরভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি একরামুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বাজারে ছুটে যাই। গিয়ে দেখি, একটি ব্যাগ ঘিরে উৎসুক জনতার ভিড়। পরে থানায় খবর দিলে এসআই শামীম ও মঞ্জুরুল ঘটনাস্থলে এসে ব্যাগটি জব্দ করে থানায় নিয়ে যান।”

তিনি আরও বলেন, “বাজার সংলগ্ন এলাকা মাদক পাচারের একটি গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আমাদের আশঙ্কা। আমরা চাই, প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং নিয়মিত অভিযান পরিচালনা করুক।”

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, “ব্যাগটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত মোটরসাইকেল আরোহীকে শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!