AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:০১ পিএম, ২৮ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাসচালক ও শ্রমিকদের মধ্যে মারামারির জেরে দুই দিন ধরে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২২ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীদের অভিযোগ, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে অটোরিকশা বা ছোট যানবাহনে যাত্রা করছেন।

জানা গেছে, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করা হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় রাজশাহীর এক চালককেও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই উভয় জেলার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায়।

যাত্রীরা বলছেন, এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকার যাত্রী আফজাল হোসেন বলেন, “শ্রমিকদের কিছু হলেই বাস বন্ধ করে দেয়। কিন্তু আমাদের কী দোষ? আমরা খুবই অসহায় তাদের কাছে।” একই রকম ক্ষোভ প্রকাশ করেন রবিউল ইসলাম নামে আরেক যাত্রী। তিনি বলেন, “শ্রমিকদের সমস্যা তারা সমাধান করবে, যাত্রীদের কেন জিম্মি করতে হবে? সরকারের উচিত এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, “আমরা যাত্রীদের ভোগান্তি চাই না। কিন্তু সংঘর্ষের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চালকরা বাস চালাতে অনিচ্ছুক। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি এবং দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!