রাজশাহীর তানোরে সরকারি রাস্তার শতবর্ষী একটি চাম কড়াই গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার চোরখৈর গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বিল্লি গ্রামের মনির ও খিকটা গ্রামের শুকুরকে বিবাদী করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে উপজেলার বিল্লি মৌজায় সরকারি রাস্তায় থাকা গাছটি কেটে ফেলা হয়। অভিযোগে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, কলমা ইউনিয়নের বিল্লি মৌজায় সরকারি রাস্তার পাশে প্রায় শতবর্ষী একটি চাম কড়াই গাছ ছিল। কিন্তু বিল্লি গ্রামের মনির ও শুকুর ক্ষমতার প্রভাব খাটিয়ে গাছটি কেটে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।
ঘটনার পরপরই অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান সংশ্লিষ্ট তহশিলদার সাজ্জাদ হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছটি জব্দ করার নির্দেশ দেন। বর্তমানে গাছটি জব্দ করে রাখা হয়েছে।
ইউএনও লিয়াকত সালমান জানান, গাছ কাটার ঘটনায় তদন্তের জন্য তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত মনির ও শুকুর দাবি করেন, “গাছটি আমাদের জায়গার উপর ছিল, তাই আমরা কেটেছি।” তবে স্থানীয় বাসিন্দারা বলেন, গাছটি সরকারি রাস্তার পাশেই ছিল এবং প্রায় শতবর্ষ পুরোনো। এভাবে গাছ কেটে পুরো এলাকা বিরান হয়ে গেছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে