চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল বাজারের প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৭ জুলাই) বিকাল ৩টায় কাটাপোল গ্রামবাসীর আয়োজনে কাঁটাপোল বাজার প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধনে অংশ নেন কাঁটাপোল গ্রামের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ ও শিক্ষার্থী চলাচল করে। কিন্তু গতিরোধক না থাকায় ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং অকাল মৃত্যু রোধে বিদ্যালয়সংলগ্ন স্থানে দ্রুতগতির যান নিয়ন্ত্রণে একটি গতিরোধক নির্মাণ করা প্রয়োজন।”
এর আগে, গত ২১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে একটি পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
এ দুর্ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে এবং শিক্ষার্থীদের সুরক্ষায় গতিরোধক নির্মাণের দাবিতে একত্রিত হয়ে মানববন্ধন করেন গ্রামবাসী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁটাপোল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম, কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টু, পাভেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে