জামালপুরে অভিযান চালিয়ে ৪ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০) এবং কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল (২৫)।
রোববার (২৭ জুলাই) বিকেলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে শনিবার গভীর রাতে দ্বিতীয় দফায় শহরের বোষপাড়া এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজমকে তার বাসা থেকে আটক করা হয়। এ সময় তার দেহ ও বাসায় তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা, ১ গ্রাম ইয়াবার গুঁড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে ডিবির ওসি মো. নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে