"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালী ও লক্ষ্মীপুর যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা শাহিন মো. আইয়ুব ও চন্দন কুমার ভৌমিক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এবং মেলায় অংশ নেওয়া সেরা তিন নার্সারি মালিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, এ মেলা শুরু হয়েছিল গত ১৫ জুলাই।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন, "একটি দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্য থেকে এখনও আমরা অনেক দূরে রয়েছি। যদি আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চাই, বাংলাদেশকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে চাই পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ এ ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।"
একুশে সংবাদ/ল.প্র/এ.জে