AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ



গৌরীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিম এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে।

রবিবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পাবলিক হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা। একাডেমিক সুপারভাইজার কমল রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়াদুল হক, লামাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, ড. এম আর করিম প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, গৌরীপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুল সোহাগ এবং গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন—নাদিরা আক্তার (কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসা), সুরাইয়া ইসলাম শান্তা (নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়) এবং মজিদ আলমগীর (গৌরীপুর সরকারি কলেজ)।

সর্বমোট ২০ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ পুরস্কার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের শিক্ষা ও ক্যারিয়ারে তাদের আরও অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের এই সাফল্যকে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করে তারা আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!