নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণে এবং উত্তরা মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
এছাড়া ঢাকায় চিকিৎসাধীন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বড়াইগ্রাম উপজেলার গুনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঝগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আবু সাঈদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, পিপি। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য প্রদান করেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

