AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিবস বয়কট করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৫:০১ পিএম, ২৬ জুলাই, ২০২৫

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিবস বয়কট করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপির দ্রুত অনুমোদন এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের সমস্ত কর্মসূচি বয়কট করে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শনিবার (২৬ জুলাই) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক এবং দপ্তরসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের বক্তব্যে ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনে বিলম্বের বিষয়ে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তাদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আজ আমাদের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করে আনন্দঘন হওয়া উচিত ছিল। অথচ আমরা আজ রাজপথে অবস্থান নিয়েছি। ডিপিপি অনুমোদনে সরকারের উদাসীনতা আমাদের এখানে দাঁড় করিয়েছে। ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করব না।”

সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, “এ পর্যন্ত ডিপিপি সাতবার সংশোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ যা তথ্য-প্রমাণ চেয়েছে, আমরা সরবরাহ করেছি। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তিপত্র ডিপিপির সাথে সরবরাহ করা হয়েছে।”

শিক্ষার্থীদের মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, “আমাদের রক্তের ওপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। দীর্ঘ ৯ বছর ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে চলছে। এটি শুধুমাত্র আমাদের জন্য নয়, সমগ্র দেশের শিক্ষাব্যবস্থার জন্য লজ্জাজনক। এর আগেও আমরা রাজপথে ক্যাম্পাসের দাবি জানিয়েছি। সরকারের আশ্বাসে আমরা শ্রেণিকক্ষে ফিরে এসেছিলাম, কিন্তু এবার সমাধান না পেলে রাজপথ থেকে ফেরত যাবো না। আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আর শুধুমাত্র আশ্বাস নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রাজপথ ছাড়ব।”

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!