আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দেশবরেণ্য এই কৃষিবিদ।
গণসংযোগকালে তিনি পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে এসেছি। আমি দলের দুঃসময়ে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। অভাবপীড়িত পাবনা-৩ নির্বাচনী এলাকার জনগণের উন্নয়নে আমি কাজ করতে চাই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজীজ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. হুমায়ূন কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাছির, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজীদ বোস্তামীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে