“জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে ফরিদপুরের মধুখালীতে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই)সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরফানুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।
উল্লেখযোগ্যভাবে, এদিন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রেদোয়ান আবেদিন বিশেষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়।
এই অনন্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে