দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এবার মৌলভীবাজারে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন গণঅভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফরে এসেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ নেতারা।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকেই এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার ৭ উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলসহকারে শহরের কেন্দ্রয়ি শহি;দ মিনাওে যোগ দেন। সকাল থেকেই মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে মৌলভীবাজার শহর। এসময় তারা
ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্লোগান নিয়ে শহিদ মিনার প্রাঙ্গনে সমবেত হন। এখান থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিক জুলাই পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় যোগ দেন। এখন একে একে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
এই পথসভা শেষে বেলা ২টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্ত¡রে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হবে।
এ ব্যাপারে এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। সকাল সাড়ে ১১ দিকে আমরার শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়েছি। পথসভা শেষে আমরা দুপুর ১টার দিকে শ্রীঙ্গল শহরের চৌমুহনা চত্ত্বরে মতবিনিময় সভা করে মৌলভীবাজার জেলার দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মর্সচি সমাপ্ত ঘোষণা করবো। আশা করছি জেলা সদরের পদযাত্রায় আনুমানিক ১৫-২০ হাজার মানুষের সমাগম হবে।
এই অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের সবার সহযোগিতা চেয়েছেন এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম।
প্রসঙ্গত, গণঅভ্যূত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন নাহিদ ইসলামসহ কয়েকজন ছাত্র নেতা। ৫আগস্টের পর গঠিত অন্তবর্তী সরকারে কিছুদিন উপদেষ্টার দায়িত্ব পালনের পর নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়।
গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পর এবছরের জুলাইয়ে প্রথমবারের মতো শনিবার মৌলভীবাজার আসছেন জুলাই আন্দোলনের নেতারা।জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত এনসিপি শনিবার (আজ) মৌলভীবাজারে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে