রাজবাড়ীর গোয়ালন্দে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২৭)-এর উদ্যোগে ১৩ জন মৃত শ্রমিকের পরিবারকে মৃত্যুকালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সূত্রে জানা গেছে, এ বছর প্রতিটি পরিবারের হাতে মাত্র ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। যদিও পূর্বে এই অনুদানের নির্ধারিত পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। সংগঠনের আর্থিক দুরবস্থা এবং চাঁদা আদায়ে ঘাটতির কারণে পূর্ণ পরিমাণ অর্থ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্লা, মো. শাহাদাত হোসেন মৃধা, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ওয়াহেদ খান, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম শেখ প্রমুখ।
চেকপ্রাপ্ত মৃত শ্রমিকরা হলেন: মাইনদ্দিন মনির, মফিজ শেখ, আজগর শেখ, লতিফ মৃধা, রব ফরাজী, ফারুক তালুকদার, মোকছেদ বিশ্বাস, লাবলু বিশ্বাস, এরশাদ হোসেন, ফজলুল হক, কালাম শেখ, আব্দুর রশিদ ও সিরাজ বিশ্বাস।
এ সময় তাদের পরিবার-পরিজনের সদস্যরা উপস্থিত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন।
বক্তারা বলেন, “রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২৭) একটি পুরোনো শ্রমিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি নানা রাজনৈতিক প্রভাবের শিকার হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শ্রমিকদের মৃত্যুকালীন অনুদানের পরিমাণ কমে যাওয়ায় আমরা দুঃখিত। সংগঠনের আর্থিক অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে পূর্ণ অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হলো।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

