বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে লামা মিরিঞ্জায় অবস্থিত ডেঞ্জার হিল রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত করা যাবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে