AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্রীয় শোক শেষে আজ চাঁদপুর থেকে আবার ও শুরু এনসিপির পদযাত্রা



রাষ্ট্রীয় শোক শেষে আজ চাঁদপুর থেকে আবার ও শুরু এনসিপির পদযাত্রা

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ বুধবার থেকে আবারও মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শুরু হতে যাচ্ছে। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এ পদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাঁদপুরের পদযাত্রায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতেই দলটির অনেক শীর্ষ নেতৃবৃন্দ চাঁদপুর এসে পৌঁছেছেন। তাদের অনেকেই চাঁদপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করছেন।

এদিকে, মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”। এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য এবং এটি আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।’

কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন, দুপুর ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা অন্য জেলার উদ্দেশে রওনা হবেন।’

সংবাদ সম্মেলনে কথা বলার শুরুতে রাজধানীর উত্তরায় সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে মো. মাহাবুব আলম সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মাগরিবের নামাজের পর বাসস্ট্যান্ড মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, এনসিপির যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো মাহবুব আলম, যুবশক্তির যুগ্ম সদস্যসচিব ইশরাত জাহান বিন্দু, এনসিপি চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়ক তামিম খান, সদস্য সাইফুল ইসলাম, চাঁদপুর সদরের যুগ্ম সমন্বয়ক মুফতি মাহমুদুল হাসান, যুবশক্তির সংগঠক মেহেদী হাসান তানিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা একটি রাজনৈতিক দল হিসেবে পথসভা ও পদযাত্রা করতে যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা সে সকল প্রস্তুতি জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন। তারা যাতে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুন্দরভাবে এ জেলায় তাদের অনুষ্ঠান সফল করতে পারে সেদিকে নজর রেখে আমাদের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে।’

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!