শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বিনা বাজারে (মরাখালি বাজার) একটি দোকানঘরের সামনে খালি জায়গা থেকে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
সূত্র জানায়, উপজেলার বিনা বাজারে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছিল। এ সময় ইউএনও ফারজানা আক্তার ববি ঘটনাস্থল পরিদর্শনে গেলে পণ্য বিক্রির স্থানের বিপরীতে একটি বন্ধ দোকানের সামনে খালি জায়গায় ফেলে রাখা ১৯ বস্তা চাল দেখতে পান। স্থানীয়দের দাবি, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর চালগুলো বিক্রি করে দিয়েছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সংশ্লিষ্টরা।
পরে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কেউই বিক্রেতা বা ক্রেতাদের সঠিক নাম-পরিচয় জানাতে পারেনি। এরপর ইউএনও ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও ফারজানা আক্তার ববি জানান, “চালগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে