নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় "পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)" স্কিমের আওতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. জহির উদ্দিন হারুন, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেল্লাল হোসেন, চৌমুহনী পৌরসভার সচিব মো. জাকির হোসেন, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উদ্দিন, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, ডেলটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্লাহ ফারুক এবং মদন মোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১৫টি প্রতিষ্ঠানের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/নো.প্র/এ.জে