দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন পৌরসভা বাগেরহাট—১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নাগরিকবান্ধব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. মোঃ ফকরুল হাসান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌরসভা ও এসএনভি প্রকল্পের যৌথ উদ্যোগে “লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“একটি বাসযোগ্য ও আধুনিক শহর গড়ে তুলতে হলে পৌরসভার প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে মায়ের মতো সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। নাগরিকের সমস্যা যেন নিজের মায়ের সমস্যা বলে মনে হয়—এই অনুভব নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন,“জনগণের মৌলিক চাহিদা পূরণ যেমন—রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ রক্ষার বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। মায়ের প্রতি সন্তানের মমতা ও আন্তরিকতার মতোই সেবা ও উন্নয়ন কার্যক্রমে সকলকে সম্পৃক্ত হতে হবে।”
প্রশাসক ফকরুল হাসান জানান, দায়িত্ব গ্রহণের পর গত ১০ মাসে তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন,বাগেরহাট পৌরসভায় বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলো যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং নাগরিকরা তার সুফল পান, সেটি নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
কর্মশালায় বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে