AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে এক শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল মদসহ ইনজেকশন, আটক ১


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৪:১১ পিএম, ২২ জুলাই, ২০২৫

পঞ্চগড়ে এক শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল মদসহ ইনজেকশন, আটক ১

পঞ্চগড়ে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে শহরের পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (২১ জুলাই) দিনগত গভীর রাতে শহরের ধাক্কামারা এলাকায় অবস্থিত স্কুল ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পৌরসভার খালপাড়া এলাকার একটি বাসা থেকে ইনজেকশন জাতীয় মাদক প্যাথারিন ৪৯ পিস, বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি বাটন মোবাইল, ৪টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

আটক জাহিদুল ইসলাম বাবুর বাড়ি পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায়। তবে এ ঘটনায় স্কুলের নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পালিয়ে গেছেন বলে জানা গেছে।

রাতেই আটককৃত জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!