রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ জুলাই) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির দখল হতে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. রুবায়েত হোসেন (৩০)। তিনি সদর উপজেলার কাজীবাধা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, “মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে