AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার কেন্দ্রে জননেতা রুহুল আমিন মাসুদ



ভালুকা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার কেন্দ্রে জননেতা রুহুল আমিন মাসুদ

ভালুকা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উঠছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ একযোগে বিক্ষোভ মিছিল করেছে। তাতে নেতৃত্ব দেন রুহুল আমিন মাসুদ। এই ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা রাজনৈতিক অঙ্গনে তাকে নতুন করে আলোচনায় এনেছে।

দলীয় সূত্র জানায়, রুহুল আমিন মাসুদ বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে বিভিন্ন সময় দলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের রেকর্ড রয়েছে তাঁর।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দলের সিদ্ধান্তে বহিষ্কৃত হওয়ার পর, তিনি শক্ত হাতে ভালুকা উপজেলা বিএনপির রাজনীতিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দলের জন্য প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন।

তাঁর ক্লিন ইমেজ, সর্বজনগ্রাহ্যতা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নেতা-কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তাঁকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন বিএনপির শত শত কর্মী ও সমর্থক।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রুহুল আমিন মাসুদ বলেন, “রাজনৈতিক জীবনের শুরু থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি বিএনপির পতাকাতলে সক্রিয়ভাবে যুক্ত আছি। দীর্ঘ সময় ধরে দলটি যখন বিরোধী দলে ছিল, তখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা- হামলার স্বীকার হয়েছি জেল খেটেছি তবুও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করিনি ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় হাইকমান্ড যদি আমাকে উপযুক্ত মনে করে দায়িত্ব অর্পণ করেন, তবে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একতাবদ্ধভাবে ভালুকার বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবো।”

তবে আহ্বায়ক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দলীয় হাইকমান্ডের উপর নির্ভর করছে। নেতাকর্মীদের প্রত্যাশা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন একজন অভিজ্ঞ, নীতিবান ও সংগঠনের প্রতি দায়বদ্ধ নেতা।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

Link copied!