ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর সপুরা শাহী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তাকে উপশহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়। স্বজনরা তখন তৌকিরের জীবনের নানা স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। চারপাশ জুড়ে নেমে আসে শোকের ছায়া।
নিহত তৌকিরের পৈত্রিক বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায়। তার মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাজুড়ে শোকের আবহ।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ প্রাণ হারান অন্তত ৩১ জন। এদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষার্থী বলে জানায় আইএসপিআর।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে