চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা চৌমুহনী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য বিজনেস ক্লাস একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ঘটনাটি ঘটে আজ সোমবার (২১ জুলাই) ভোর ৬টার দিকে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
বাসটির সহকারী জানান, ঢাকা গাবতলি থেকে রাত ১১টায় যাত্রা শুরু করা সেন্টমার্টিন সৌহার্দ্য বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। চট্টগ্রামে পৌঁছার পর বৃষ্টি শুরু হয় এবং রাস্তা পিচ্ছিল হয়ে যায়। বৃষ্টি ও পিচ্ছিল পথের কারণে বাসের চালক ব্রেক দিলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ৩৫ জন যাত্রী সবাই অক্ষত রয়েছেন।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, "ভোরের এই সময় কক্সবাজারগামী একটি বিজনেস ক্লাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে মনসা চৌমুহনী এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।"
একুশে সংবাদ/চ.প্র/এ.জে