চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে রাস্তা পারাপারের সময় পাখিভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাকিয়া সুলতানা কাটাপোল গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাপোল বাজার এলাকায় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ছিটকে পড়ে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।
স্থানীয়রা তাকিয়াকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে